muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিশ্বে মানুষের গড় আয়ুর দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান নবম

কাউসার আহাম্মেদ রিপন নিজেস্ব সংবাদদাতা,

 

বিশ্বে গড় আয়ুর  দেশ  হিসাবে বাংলাদেশ নবম বিশ্বে মানুষের গড় আয়ুর হিসাবে বাংলাদেশের বর্তমান অবস্থান নবম। আর সার্কভুক্ত দেশের মধ্যে তৃতীয়। প্রতি বছরই বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে। গত ১৫ বছরে দেশের মানুষের গড় আয়ু ৬.৫৩ বছর বেড়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১.৮ বছর; প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তানের মানুষের গড় আয়ুর তুলনায় যা অনেক বেশি। প্রতিবেশী দেশ ভারতে মানুষের গড় আয়ু ৬৮.৩, পাকিস্তানে ৬৬.৪, মিয়ানমারে ৬৬.৬, নেপালে ৬৯.২, আফগানিস্তানে ৬০.৫ বছর। তবে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে শ্রীলংকা ও মালদ্বীপ। দেশ দুটির মানুষের গড় আয়ু যথাক্রমে ৭৪.৯ ও ৭৮.৫ বছর। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হেলথ বুলেটিন-২০১৬ সূত্রে এ তথ্য জানা গেছে। গত কয়েক বছরে স্বাস্থ্যখাতের বিভিন্ন সূচকে ব্যাপক উন্নতিকে গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ বলে এতে উল্লেখ করা হয়।

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮-০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: