muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে বিশ্বরেকর্ড গড়ে গিনিজ বুকে নতুন করে নাম উঠল বাংলাদেশের

আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

আজ পৃথিবীর সর্ববৃহৎ ডিজিটাল ক্লাস (আই সি টি) করিয়ে নতুন করে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশ। আজ ১১ জানুয়ারী (বুধবার) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্কুলপর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে (আই সি টি)বিজ্ঞান বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস। এই ক্লাসে পাঠদান করান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত লেখক ডঃ মুহম্মদ জাফর ইকবাল।
এসময় ক্লাস পরিচলনায় অধ্যপক ডঃ মোহাম্মদ জাফর ইকবালকে সহযোগীতা করেন কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিজ্ঞান ও আই সি টি বিষয়ক ৮০ জন শিক্ষক। পাঠদান অনুষ্টানটি কুলিয়ারচর উপজেলার থানার মাঠে আন্তর্জাতিক মানের সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষে আজ ১১ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা, এবং দ্বিতীয় পর্বে ৩টা থেক সাড়ে ৩টা পর্যন্ত পাঠদান অনুষ্ঠিত হয়েছে। পাঠদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েত আহম্মেদ
পলক, ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য ও বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুলিয়ারচর গ্রুপের ব্যবস্থাপনা পরিচাক ইমতিয়াজ বিন মুছা জিসান সহ কুলিয়ারচর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।  ওই পাঠদানের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পরিপাটি অ্যাড ফার্ম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। পরিপাটির একজন পরিচালক, ৩২০০শ (তিন হাজার দুইশত শিক্ষার্থীকে একসাথে ডিজিটাল ক্লাসের ব্যাবস্থা করার জন্য বড় আকারের ২০ টিরও বেশি ক্লাস রুম তৈয়ার করেন। প্রত্যেকটি ক্লাস রুমে ছিল অত্যাধুনিক সাউন্ড সিস্টেম
ও ৪২ ইঞ্চি 4D এলইডি টিভি। এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশে এর আগে আর কখনো হয়নি এবং এটাই প্রথম হতে হয়েছে। আধুনিক প্রযুক্তির সকল সুবিধা সম্বলিত এ অনুষ্ঠানে ১৫০ ইঞ্চি টিভিতে ক্লাস নিয়েছেন দেশ বরেন্য শিক্ষাবিদরা।

উল্লেখ, এ ধরণের অনুষ্টান এর আগে গত ১৬আগষ্ট অস্ট্রেলিয়া ব্রিসবেনে ২৯০০ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক পাঠদান করে গিনেজ বুকে নিজেদের নাম লিখিয়ে ছিলেন অস্ট্রেলিয়া। এর পরে এবার বাংলাদেশ ৩২০০ জনেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক পাঠদান করে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙেছেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: