কিশোরগঞ্জ প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আছিয়া খাতুনকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।
তিনি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকালে বাড়ি থেকে কিশোরগঞ্জ শহরে যাবার পথে একরামপুর রেল গেইটের কাছে বয়লা এলাকার বাবুল মোল্লা ও তার লোকজন তাকে কিল ঘুষি মারতে থাকে।
পরে মারতে মারতে তাকে বাবুল মোল্লার চেম্বারে নিয়ে আটকে রাখা হয়। চেম্বারের সাটার লাগিয়ে প্রায় অর্ধ উলঙ্গ করে কাঠের রুল দিয়ে মারপিট করে বলে তিনি অভিযোগ করেছেন। পরে রাত ৮ টার দিকে খবর পেয়ে আছিয়ার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আছিয়া জানান, বাবুল মোল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়ে পরাজিত হন। তাকে ভোট না দেওয়ার অভিযোগ এনে মারপিট ও শ্লীলতাহানী করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি এ ব্যাপারে সদর মডেল থানায় একটি এজাহার দিয়েছেন বলে জানান। তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, তিনি এ ধরনের কোন অভিযোগ পাননি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-জানুয়ারি-২০১৭ইং/নোমান