muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী নুরপুর গ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপভোগ করতে প্রায় দশ হাজার লোক জমায়েত হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় শিল্পপতি আবদুল মান্নান মানিক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন ও নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। খেলা উপভোগ করেন পাকুন্দিয়া উপজেলার নারী-পুরুষ-শিশুসহ প্রায় দশ হাজার মানুষ।

পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: