জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী নুরপুর গ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপভোগ করতে প্রায় দশ হাজার লোক জমায়েত হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় শিল্পপতি আবদুল মান্নান মানিক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন ও নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। খেলা উপভোগ করেন পাকুন্দিয়া উপজেলার নারী-পুরুষ-শিশুসহ প্রায় দশ হাজার মানুষ।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০১-২০১৭ইং/ অর্থ