muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

ঠান্ডার মধ্যে একটা কম্বল পাইয়া শরীরডা গরম অইয়া গেছে

শফিক কবীর  নিজেস্ব সংবাদদাতা

কম্বলের ভেতর এত গরম আগে জানি নাই। ঠান্ডার মধ্যে একটা কম্বল পাইয়া শরীরডা গরম অইয়া গেছে। যারা কম্বল দিছে আল্লাহ তাদেরকে মঙ্গল করুন। এভাইে বলছিলেন সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের উত্তদরপাড়া এলাকার নবী হোসেনের স্ত্রী বয়োবৃদ্ধ সফুরা খাতুন। শুধু তিনিই নন তার মত বয়োবৃদ্ধ গয়ালাপাড়ার আ.মতিন, নয়াপাড়ার হাবিবুর রহমানসহ কয়েক শতাধিক অসহায় ও হত দরিদ্র মানুষ শীত নিবারনের কম্বল পেয়ে খুশি হয়ে মাঠ ত্যা করেন।  আর অসহায় এসব মুখগুলোতে হাসি ও শীত নিবারণের কাজটি করেছে মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়ায় অবস্থিত আতহারুল ঊলুম ফুরকানিয়া মাদরাসা মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ। মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো.মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ৪নং ওয়ার্ড সদস্য মো.সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি সাবেক ছাত্রনেতা মো.সাদেকুর রহমান,বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক ,েমা.আতাউর রহমান বাচ্ছু,সুরাটীয়া আহমদিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও.আব্দুল কদ্দুছ,কিশোরগঞ্জ আইডিয়েল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো.আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক আমিনুল হক সাদী,ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ আলম, সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মো.মাহমুদুল হাছান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য সম্পাদক মাজহারুল ইসলাম অপু,দপ্তর সম্পাদক হুমায়ুন,কোষাধ্যক্ষ শাহজাহান, অনুষ্ঠানের আহবায়ক মো. সেলিম মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. মো.শাহজাহান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন  নান্দাইল আলিয়া মাদরাসার রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো.আবুল হাশেম।  অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপস্থিত কয়েক শতাধিক অসহায় ও গরীবদের মধ্যে কম্বল বিতরণ করেন।  পরে প্রধান অতিথিবৃন্দ মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যগণ এবং ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩ -০১-২০১৭ইং / মো: হাছিব

Tags: