muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের দাফন সম্পন্ন

  মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

প্রাক্তন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর রাজধানী উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১১ টায় মরহুমের প্রথম নামাজে জানাযা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী, সাবেক প্রধান বিচারপতিরা অংশ নেন।
এদিকে বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বেলা ১১ টার পর বিচার কাজ বন্ধ রাখা হয়।
মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাবস্থায় বিচারপতি এমএম রুহুল আমিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বুধবার রাতে তার লাশ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়।
বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর তিনি লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯  -০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: