আমিনুল হক সাদী (কিশোরগঞ্জ জেলা ) নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জের জামিয়া নুরানিয়া মাদরাসায় সাংবাদিকতা বিষয়ক কোর্সের ষান্মাসিক পরীক্ষা-২০১৭ সমাপ্ত হয়েছে। শুক্রবার সকালে মাদরাসা ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোর্সের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো.রেজাউল হাবীব রেজা। পরীক্ষার ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক সাদী। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা দৈনিক মানব কন্ঠের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর কিরণ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাজী টিভির সাংবাদিক ও সংস্থার উপদেষ্টা মুনিরুজ্জামান খান ছৌধুরী সোহেল। পরীক্ষকের সহযোগিতায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি কবি মোতাহের হোসেন, সাংবাদিক সংস্থার সদস্য ও আজকের জীবনের সাংবাদিক শফিক কবীর। পরীক্ষার হল পরিদর্শন করেন বিআরডিবির নারায়নগঞ্জ জেলার উপ-পরিচালক সাহিত্যিক মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া । পরীক্ষা ব্যবস্থাপনার সহযোগিতায় ছিলেন জামিয়া নুরানিয়া মাদরাসার শিক্ষা সচিব মাও.মুফতি মোখলেছুর রহমান, শিক্ষক ও অফিস স্টাফ মো.মুজিবুর রহমান,শিক্ষক মাও.মুফতী কামরুজ্জামান, মুফতি আ.হাকিম. মুফতি সাইফুল্লাহ, মুফতি আব্দুল্লাহ মাহমুদ । পরে মাদরাসার প্রিন্সিপাল মাও.আবুল বাশার সাংবাদিকগণের সাথে মতবিণিময় করেন । এ সময় কওমী মাদরাসা পর্যায়ে এ ধরনের কোর্স চালুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২০ -০১-২০১৭ইং / মো: হাছিব