মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার দুপুর ২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বর্ষের ভর্তি ফি আগে দুই হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা ছিল। হঠাৎ করেই তা আট হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দ্বিগুণ।
ওই ফি কমানোর দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে আসছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ -০১-২০১৭ইং / মো: হাছিব