বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে তাদের হাতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক  এ সম্মান দেওয়া হবে।

খেলরত্ন, পদ্মশ্রীর পর এবার পদ্মভূষণ পুরস্কার পেতে যাচ্ছেন সদ্য ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটের নেতৃত্ব ছাড়া ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। এর আগে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জিতে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন ধোনি। আর ২০০৯ সালে পান পদ্মশ্রী।

রিও অলিম্পিকের ফাইনালে স্পেনের ক্যারোলিনা মার্টিনের কাছে হেরেে রৌপ্য জয় করেন পি ভি সিন্ধু

২০১৬ সালে রিওতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু৷ আর তাই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে সিন্ধুকে৷এছাড়াও সিন্ধু গেল বছর নভেম্বরে তার প্রথম সুপার টাইটেল চায়না ওপেন জিতেন।