muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জঙ্গি ও মাদক বিষয়ে জিরো টলারেন্স: আইজিপি

  মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গি বা মাদক দ্রব্যের বিষয়ে জিরো টলারেন্স থাকতে হবে। এর সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

পুলিশ সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন।

শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ এদেশের একার সমস্যা নয়। সারা বিশ্বে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে এদেশের জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে। তাদের অনেক নেতা নিহত কিংবা গ্রেপ্তার হয়েছেন। ইসলাম ধর্ম জঙ্গিবাদ সমর্থন করে না সে বিষয়টি তুলে ধরার জন্য মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তাহলেই জঙ্গিরা আর কাউকে ভুল পথে আনতে পারবে না।’

মাদক দ্রব্যের প্রসঙ্গ তুলে পুলিশ প্রধান আরও বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকে দেশের তরুণ-তরুণীরা আসক্ত হয় পড়ছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্বও নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে দেশের ভেতর মাদক প্রবেশ, বিক্রি কিংবা মাদক সেবন কোন অবস্থাতেই বরদাস্ত করা যাবে না। এ জন্য থানা পুলিশকে আরও সক্রিয় ভ’মিকা পালন করতে হবে।’

এ সময় পুলিশ সদস্যরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন আইজিপির কাছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৬ -০১-২০১৭ইং  / মো: হাছিব

Tags: