মিজবাহ উদ্দিন আহমদ (নিঝুম):
গত ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ শুক্রবার সরকারি শিশু পরিবার (বালিকা), কিশোরগঞ্জ এ ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর আর্থিক সহযোগিতায় ম্বেচ্ছাসেবী সংগঠন আর্জ টু সার্ভ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি বাদল রহমান, সচেতন নাগরিক কমিটির জেলা শাখার আহবায়ক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু, সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক কামরুজ্জামান খান ও শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সালমা খানম।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আর্জ টু সার্ভ এর কো-ফাউন্ডার শাওন সহ দীপ্ত ও শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির। অনুষ্ঠানে সরকারি বালিকা শিশু পরিবার, কিশোরগঞ্জ এর ১০০ জন এতিম মেয়ে শিশু ও ১০০ জন দুঃস্থ শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে সুনির্দিষ্ট টোকেন এর ভিত্তিতে ২০০ টি কম্বল বিতরণ শেষে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য, আর্জ টু সার্ভ সম্পূর্ণভাবে অরাজনৈতিক ও অলাভজনকভাবে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এটি ছিল এ সংস্থাটির ৮ম কর্মসূচি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০১-২০১৭ইং/ অর্থ