মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষার উপকরণ সরবারহ করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
পথশিশুদের মাঝে সরবারহ করা শিক্ষার উপকরণের মধ্যে ছিল বই, খাতা, কলম ও রাবার ইত্যাদি।
পথশিশুদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা যদি পথশিশুদের পাশে দাড়াই তবে তারা দেশের সম্পদ হয়ে উঠবে। আর এর মাধ্যমেই শেখ হাসিনার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৮ -০১-২০১৭ইং / মো: হাছিব
Tags: