সাহিত্য ও সংস্কৃতিঃ
“ভাষার মাস ফেব্রুয়ারী”
***রহমান মাসুদ***
বইছে বিদায়ী উত্তরের মৃদু শীতল সমীরণ
হে প্রিয় ফেব্রুয়ারী মাস তোমায় সুস্বাগতম,
তোমার মাঝে লুকায়িত জাতির অম্লান স্মৃতি
৫২ সালের রক্তক্ষয়ী মহান ভাষা আন্দোলন।
মাতৃভাষা রক্ষায় প্রতিবাদীর বক্ষে
বুলেটের আঘাতে রক্তে রঞ্জিত রাজপথ,
মায়ের কোলে চির নিদ্রায় শায়িত
ভাষাযোদ্ধা রফিক,সালাম,জব্বার,বরকত।
ফেব্রুয়ারীর আগমনে ব্যথিত হৃদয়ের
রংয়ের ক্যানভাসে শুষ্ক রক্তের কালো আঁচড়,
ভাষা শহীদদের অকালে ঝরে যাওয়ায়
আজ’ও শোকাহত বাঙালির জাতির অন্তর।
সময়ের পরিক্রমায় লাল সবুজের স্বাধীনতা
উন্নয়নের চলমান ধারায় ভাষার জয়জয়কার,
কন্টকময় পথ পেরিয়ে উদিত সফলতার সূর্য্য
জাতি শোধেছে ঋন তোমাদের রক্তধারার।
বাংলাদেশ আজ নয় আর তলাবিহীন ঝুড়ি
বাংলাভাষীদের অগ্রযাত্রার কদর সারা বিশ্বে,
দেশে দেশে মহা সড়াম্বরে পালিত ভাষা দিবস
নয়নে আনন্দের অশ্রুধারা প্রবাহিত সে দৃশ্যে।
জাতিকে সুউচ্চে স্হাপনের তরতাজা সৈনিক
প্রজনের মুখে মুখে বাংলা ভাষার গুনগান,
প্রজন্মের অর্জিত জ্ঞানের সফল মেধা বিকাশে
মধ্য আয়ের স্বর্ণালী দ্বারের সিড়িতে অবস্হান।
ফেব্রুয়ারী এলেই চেতনায় জাগ্রত উদ্দীপনা
অ,আ,ক,খ প্রাণপ্রিয় হৃদয়ের বাংলা ভাষা ,
এই অর্জন যাদের ত্যাগে তাদের সম্মানার্থে
দেশের সবার মাঝে সুদৃঢ় ভ্রাতিত্বের প্রত্যাশা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০২-২০১৭ইং/ অর্থ