muktijoddhar kantho logo l o a d i n g

কৃষি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বোরো আবাদে প্রযু্িক্ত ব্যবহার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় রবি/২০১৬-১৭ মৌসুমে বোরো ধান লাগানোর ধুম চলছে। নদী ভাঙ্গনের ফলে বোরো জমির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। চলতি বছর ১৭৮৪ হেক্টর জমিতে বোরো লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের অধিক ফলন নিশ্চিত করতে মৌসুমের শুরু থেকেই আধুনিক প্রযু্িক্ত বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস, চৌহালী থেকে চলতি বছর অধিক পরিমাণে প্রযুক্তি ব্যবহারের জন্য মাইকিং, উঠান বৈঠক, প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখিয়ে উদ্বুদ্ধকরণ, হাট-বাজারে, চায়ের দোকানে মিটিংসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এসকল কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসাইন সিদ্দিকী। তিনি গত বছর ফেব্রুয়ারী মাসে ০১ তারিখে পদোন্নতি পেয়ে অত্র উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। তাঁর সঠিক নেতৃত্বে সকাল বিকাল উপসহকারী কৃষি কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিসের কর্মীগণ দল বেধে প্রযুক্তি স্থাপনের কাজ করে যাচ্ছেন। তিনি জানান, ধানের ফলন বৃদ্ধির জন্য ১৪ (চৌদ্দ) টির মতো উন্নত প্রযুক্তি রয়েছে। সেগুলোর মধ্যে আদর্শ বীজতলা, শুকনো বীজতলা/পলিথিন বীজতলা, সারিতে ধান রোপণ, লোগো পদ্ধতি, পার্চিং, গুটি ইউরিয়ার ব্যবহার, এডাব্লিউডি সেচ পদ্ধতি ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি জানান, চলতি বছর ১২৭ হেক্টর বোরো বীজতলার মধ্যে আদর্শ বীজতলার পরিমাণ ৭৪ হেক্টর যেখানে গত বছর ছিল মাত্র ১২ হেক্টর; শুকনো ও পলিথিন বীজতলার পরিমাণ ২০ বিঘা যেখানে গত বছর ছিল মাত্র ৪ বিঘা। জানুয়ারী মাসের শেষ নাগাদ ১৫০ হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে যার ৮৫% জমির ধান সারিতে লাগানো হয়েছে, যেখানে গতবছর সারিতে ধানের পরিমাণ ছিল মাত্র ৪৩%। তিনি বলেন, ধান রোপণের প্রতিটি প্রযুক্তি যেমন – সুষম সার ব্যবহার, সঠিক বয়সের চারা রোপণ, এলসিসি ব্যবহার, জৈব সার প্রয়োগ ইত্যাদি সকল ক্ষেত্রেই গত বছরের তুলনায় অর্জনের হার অনেক বেশী হচ্ছে, যেগুলো লক্ষ্যমাত্রা অনেকাংশেই ছাড়িয়ে যাবে। তিনি আশা করেন, এ বছরের কার্যক্রম ভবিষ্যতে অব্যহত থাকলে কয়েক বছরের মধ্যে শতভাগ জমিতে উন্নত প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব হবে। যার ফলে চৌহালীবাসীর জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে। উল্লেখ্য যে কৃষি কৃষি কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসাইন বিভিন্ন পর্যায়ে জাতীয় পুরুস্কার প্রাপ্ত।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: