muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জের মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী আব্দুস ছালামের ইন্তেকাল

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী পল্লী চিকিৎসক মোঃ আব্দুস ছালাম বুধবার সন্ধ্যায় নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকারে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নিজগ্রামের করিমগঞ্জ পৌরসভাধীন আয়লা বড়বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে আয়লা বড়বাড়ি গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মেহেদী উল আলম,কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক রেজাউল হাবীব রেজা, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: