আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের করিমগঞ্জে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে লালকার্ডধারী হত দরিদ্র রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. সাবিনা রহমান ও ডা. নজরুল ইসলাম, ডা. সুফিয়া খাতুন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ থেকে লালকার্ড দেওয়া হত দরিদ্র ২৫০ জনকে কম্বল দেওয়া হয়। ইতোপূর্বে হত দরিদ্র ২৫০ জনকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব অনুষ্ঠানটির আয়োজন করে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০২-২০১৭ইং/ অর্থ