muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে রাজাকার স্বজনের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি অংশ গ্রহণ করায় প্রগতিশীলদের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ 

মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামী এটিএম নাসির ও এটিএম শামছুদ্দিনের ভাই এটিএম নিজামের যুগান্তরের সভায় মুক্তিযুদ্ধ পক্ষ শক্তি কেন হাজির এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও কিশোরগঞ্জ প্রেস ক্লাব থেকে তাকে বহিস্কারের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি। শুক্রবার সকালে জেলা শহরের থানাস্থ সড়কে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মো: রেজাউল হাবিব রেজার নেতৃত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তানসহ মুক্তিযোদ্ধের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে মানবতা বিরোধী অপরাধে ফাসির দন্ড প্রাপ্ত প্রয়াত রাজাকার কমান্ডার গাজী মান্নানের নাতী নূর মোহাম্মদকেও প্রেস ক্লাব থেকে বহিস্কারের দাবী জানানো হয়। উল্লেখ্য গত বুধবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি এটিএম নিজামের আয়োজনে যুগান্তরের সভায় জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আসাদ উল্লাহ ও পিপি এ্যাড. শাহ আজিজুল হক এবং আওয়ামী লিগের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় কিশোরগঞ্জের প্রগতিশীল মানুষ ক্ষুব্ধ হয়েছে। এটিএম নিজামের দ্ইু ভাই মানবতা বিরোধী অপরাধে ফাসির দন্ডপ্রাপ্ত ক্যাপ্টেন অব নাসির উদ্দিন পলাতক রয়েছে ও এ্যাডভোকেট এটিএম শামছুদ্দিন বর্তমানে জেল হাজতে রয়েছে ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: