আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির যৌথ আয়োজনে প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে। শনিবার বিকেলে জেলা শহরের কালিবাড়িস্থ থানা মার্কেটে ভোরের আলো সাহিত্য কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পরে স্টেশন রোডে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন পুর্ব প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো.রেজাউল হাবীব রেজা। সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও একুশে টিভি এবং ভোরের কাগজের সাংবাদিক সাকাউদ্দিন আহম্মাদ রাজন, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টামন্ডলীর সভাপতি আবুল বাহার,সহসভাপতি কবি মোতাহের হোসেন, প্রেরণা বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক মো.ফরিদ মিয়া,জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সিনিয়র সহসভাপতি আমিনুল হক সাদী, সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, সংস্থার সদস্য ও আজকের জীবনের সাংবাদিক শফিক কবীর,এশিয়ান পোষ্টের সাংবাদিক ফারুকুজ্জামান ফারুক প্রমুখ।
বক্তারা সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান