মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মনোনয়নকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে লাঞ্ছনা করার অভিযোগ পাওয়া গেছে।আর এ শিক্ষিকা লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষাথী। জানা যায়,গত ১৩ জানুয়ারী পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।আর ওই নির্বাচনে সদস্য হিসেবে ৯ জন নির্বাচিত হন।এবং ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলামের নাম প্রস্তাব করা হয়।তিনি তাতে আগ্রহ প্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিতে পারছিলেন না।আর এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে শিক্ষিকা নাজমা আক্তার ৩১ জানুয়ারী মঙ্গলবার স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেনের কাছে যান।সেখান থেকে বাড়িতে ফেরার পথে সিরাজুল ইসলামের লোকজন তার পক্ষে আসার জন্য চাপ প্রয়োগ করে।চাপ সইতে না পেরে এক পর্যায়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কমিটির নারী শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার অজ্ঞান হয়ে পড়েন।পরে তাকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে সিরাজুল ইসলাম বাচ্চু শিক্ষিকা লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে জানান,তার পক্ষের কেউ ওই শিক্ষিকাকে লাঞ্ছনা করেনি বা ভয়ভীতি দেখায় নি। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন জানান,শিক্ষককে মানসিক চাপ দেওয়ার কথা কেউ তাকে জানায় নি।এমন কিছু ঘটে থাকলে তা দুঃখজনক।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০২-২০১৭ইং/ অর্থ