মুহাম্মদ কাইসার হামিদ, ভৈরব-কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কৃষকের ইরি বোরো ফসলের একটি জমির চারাগাছ তুলে ব্যাপক ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোট ছয়সূতী গ্রামের মৃত মোঃ কেনু মিয়ার পুত্র মোঃ ছেনু মিয়া দ্বাড়িয়াকান্দি মৌজার ১৮৫৮ নং দাগের সাড়ে ১৭ শতাংশ ভূমিতে বোরো ধানের চারা রোপন করে। চারা রোপনের কিছু দিন পর গত ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে প্রতিপক্ষ একই গ্রামের আহাদ মিয়া (৫৫) লোকজন সহ দেশীয় অস্ত্রাদী নিয়ে কৃষক ছেনু মিয়ার জমিতে গিয়ে ওই জমিতে রোপিত বোরো ধানের চারা গাছ তুলে ফেলে ব্যাপক ক্ষতি করে।
এই ঘটনায় ছেনু মিয়া বাদী হয়ে ঐদিন বিকালে কুলিয়ারচর থানায় আহাদ মিয়া সহ ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করে। ঘটনার পর দিন শনিবার ৪ ফেব্রুয়ারী কুলিয়ারচর থানার এ এস আই শফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন ।
এ ব্যাপারে এস আই শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এ সংবাদ পেয়ে এলাকা বাসী ঐ জমিতে গিয়ে চারা গাছ উঠানো দেখে বলা বলি করছে, ধানের চারার কি দোষ ?
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান