muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

স্থগিতের আশঙ্কায় রয়েছে সেল্তা-রিয়ালের ম্যাচ

ক্রীড়া ডেস্ক :

স্পেনের গ্যালিসিয়ান অঞ্চলে প্রবল বেগে ঝড়ের কারণে প্রায় স্থগিতের আশঙ্কায় রয়েছে সেল্তা ভিগো ও রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচটি। রবিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় (স্থানীয় সময় রাত পৌনে ৯টা) বালাইদোস স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।

একই কারণে কয়েকদিন আগে দেপোর্তিভো ও রিয়াল বেতিসের ম্যাচটি স্থগিত করা হয়।

ভিগোর মেয়র আবেল কাবায়েরো বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এরই মধ্যে খেলার সম্ভাবনা নাকচ করেছেন। যদিও লা লিগা ও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ঝড়ের কারণে বালাইদোস স্টেডিয়ামের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই সমর্থকদের নিরাপত্তার খাতিরে ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

আনুষ্ঠানিক কোনও ঘোষণা না এলেও সেল্তা কোচ এদুয়ার্দো বেরিজ্জো বলেছেন, ‘সেল্তা-রিয়াল মাদ্রিদের লড়াই হলে অনেক লোক খুশি হতো। কিন্তু সমর্থকদের নিরাপত্তা সবার আগে। আশা করি আমরা সমর্থকদের কথা ভাবব এবং যতদিন না বলা হয় ততদিন খেলার জন্য অপেক্ষা করবে দলগুলো।’ সূত্র- মার্কা

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান

Tags: