ক্রীড়া ডেস্ক :
ঘরের দর্শকদের সামনে খেলার বাসনা থেকে নিজ শহরে একটি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী মৌসুমেই এ স্টেডিয়ামের উদ্বোধন করতে চায় তারা।
শুধু ঘরের দর্শকদের জন্যই নয়, এ প্রতিযোগিতাটি আরও উত্তেজনাপূর্ণ করতেই নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা আরও জানায়, শহরে নতুন স্টেডিয়াম তৈরির জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সারতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে আদেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
শনিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে এসব তথ্য জানান ভিক্টোরিয়ান্সের কর্মকর্তারা। সেখানে তারা আরও লিখেছেন- প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামটি হবে প্রায় ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন।
স্টেডিয়াম তৈরি করতে বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। উল্লেখ্য যে মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারপার্সন। সূত্র- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফেসবুক পেজ
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান