muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

ছাত্রদল নেতা হত্যা মামলায় আপিলে ৩ জনের যাবজ্জীবন

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

ছাত্রদল নেতাকে হত্যার দায়ে আসামি মো. টিপুর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আসামি মো. জুয়েল ও শাহীনকে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন সাজাও বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামি পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ৮ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রদলের সহ-সভাপতি ও ঠিকাদার মো. শফিকুল ইসলামকে (২৬) হত্যা করে সন্ত্রাসীরা। সংগঠনের ভুলতা কার্যালয়ে ঘরোয়া বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পূর্বমুহূর্তে গাড়ির সামনে আসামাত্র মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন রূপগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বাবা মো. মফিজউদ্দিন ভূইয়া।

এই হত্যা মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ ২০০৬ সালের ২২ অক্টোবর আসামি টিপুসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

২০১২ সালের ১৯ এপ্রিল হাইকোর্ট টিপুসহ দুজনের মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন সাজা বহাল রাখেন। এ ছাড়া চারজনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামি টিপু, জুয়েল ও শাহীন। আপিল শুনানি শেষে আদালত মঙ্গলবার উল্লিখিত আদেশ দেন।

Tags: