muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী জহিরুল ইসলাম নুরু

ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবার দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হবে। আর তাই বিশেষভাবে আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় প্রার্থী মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৮ জন প্রার্থী। এরা হলেন-হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু, সহ-সভাপতি আব্দুস সালাম কমা-ার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল আহসান মিল্টন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন কবির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোঃ আয়ুব আলীর ছেলে মোহাম্মদ সোহেল। অপরদিকে বিএনপি’র মনোনয়ন পেতে দুইজনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন-উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ।
ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে দলীয় প্রার্থীর চূড়ান্ত মনোনয়নের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক। এ রিপোর্ট লেখা মঙ্গলবার রাত সাড়ে আট টা পর্যন্ত বিএনপি’র চূড়ান্ত প্রার্থী মনোনয়নের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আয়ুব আলী চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ সালের ২৯ নভেম্বর রাতে তাঁর মৃত্যু হলে চেয়ারম্যান পদ শূন্য হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: