রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জঃ
আজ ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০ টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক, কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন, কামালিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আমীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম ইউসুফ মনি। এছাড়া এ সময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একান্ত প্রয়োজন। আকাশ সংস্কৃতি ও প্রযুক্তির উন্নয়নের সাথে সংস্কৃতি ও খেলাধুলার যতটুকু বিকাশ বা উন্নয়ন হওয়ার দরকার ছিল তা হয়নি। যদিও কোনো কোনো ক্ষেত্রে আমরা সাফল্য পেয়েছি। সাংস্কৃতিক কর্মকান্ড এখন অনেক স্কুল কলেজে হয় না। ক্রীড়া প্রতিযোগিতাও আজকাল নিয়মিত হয় না।
এক সময় গ্রামা লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। গান-নৃত্য-আবৃত্তি-গল্প বলা, এমন কি বির্তক প্রতিযোগিতা পর্যন্ত আয়োজন করা হতো। ফলে, ছেলে-মেয়েরা প্রতিভা বিকাশের সুযোগ পেতো। তিনি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আহবান জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০২-২০১৭ইং/ অর্থ