রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জঃ
গত ৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ বৃহষ্পতিবার ইউনাইটেড এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০:১৫ টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট অশোক সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।
এছাড়া এ সময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা জেএসসি ও পিএসসি পরীক্ষায় ভাল ফল লাভ করায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। প্রযুক্তির ব্যবহার জানা প্রয়োজন, কিন্তু তা যেন ছেলে-মেয়েদের খেলাধুলা থেকে সরিয়ে না রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল ডুবে না থেকে শিক্ষার্থীরা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় সে ব্যবস্থাও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের করতে হবে। নিয়মিত শরীর চর্চা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০২-২০১৭ইং/ অর্থ