muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সমপন্ন

শফিক কবীর, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সমপন্ন হয়েছে। বৃহস্প্রতিবার কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মচারী ক্লাব ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএর সহকারী পরিচালক মো.শফিকুল আলম সরকার। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বক্ষ ব্যাধী ক্লিনিকের মেডিকেল অফিসার ডা.এমরান আহমেদ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হাসান,বিআরটিএর মটরযান পরিদর্শক মো.সাইফুল কবীর,নিরাপদ সড়ক চাইয়ের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর।

সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কালেক্টরেটের লাইব্রেরিয়ান মোহাম্মদ সারোয়ার হোসেন খান। কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী,শিষ্টাচার নৈতিকতা, মহিলা ও শিশু প্রতিবন্ধী এবং যাত্রী সাধারণের প্রতি ব্যবহার, গাড়ী চালকদের পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা, পরিবেশ সংরক্ষণ ও শব্দ নিয়ন্ত্রণ, ট্্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা,যানবাহন পরিচালনায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে সম্পর্ক ,সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, গাড়ীচালকদেরে দায়িত্ব কর্তব্য নিরাপত্তা এবং মোটরযান অধ্যাদেশের ১৯৮৩ এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় জেলার ১৫৫ জন পেশাজীবি গাড়ী চালক অংশ গ্রহণ করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: