ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের হাতে আটক মাসুম (২০) নামে এক পকেটমারকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদন্ড প্রাপ্ত মাসুম (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের আলী আকবরের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে আদালত বসিয়ে এই কারাদন্ড দেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ ভ্রাম্যমাণ আদালত। এর আগে র্যাবের একটি দল মাসুমকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালত ও র্যাব সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় অবস্থান করছিলেন মাসুম।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মাসুমকে আটক করে। পরে রাতেই তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে পকেটমার বলে স্বীকার করে মাসুম। আজ শুক্রবার সকালে মাসুমকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান