muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬’ শীর্ষক খসড়া আইনের ‘বিশেষ বিধান’ বাতিলের দাবি

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬’ শীর্ষক খসড়া আইনের ‘বিশেষ বিধান’ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান পুরুষদের জন্যও প্রযোজ্য রাখা দেশের সাধারণ মানুষের চাওয়ার চরম অবমাননা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশেষ বিধান বাতিলের দাবিতে সারা দেশে যখন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সোচ্চার, যখন প্রধানমন্ত্রীর বক্তব্যকে দেশের বরেণ্য ব্যক্তিরা অযৌক্তিক বলে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন, তখন সরকারের পক্ষ থেকে আবারও তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশেষ বিধান পুরুষদের জন্যও প্রযোজ্য করে আইনটি পাশ করতে যাচ্ছে।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টিকে অগণতান্ত্রিক ও অবমাননাকর সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।

তারা অবিলম্বে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬’ শীর্ষক খসড়া আইনের ‘বিশেষ বিধান’ বাতিলের দাবি জানিয়েছেন।

তা না হলে এর বিরুদ্ধে সারা দেশের তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

Tags: