muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:

আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দৈনিক প্রথম আলোর সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ন্যদারল্যন্ডের নাগরিক সিগফ্রেন্ড জানজিং (Sigfried Janzing) । প্রধান আলোচক ছিলেন ন্যদারল্যন্ডের নাগরিক ফ্লোরাস গেরান্ডস (Florus Geraedts) । বিশেষ আলোচক ছিলেন ফেন্ডস অব আর্কাইভস বাংলাদেশ এর সভাপতি ও প্রথম আলোর আর্কাইভ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক।

সেমিনারে অংশ গ্রহন করেন রাজশাহী বিভাগের মো.শামীম হোসাইন,সাদ্দাম হোসাইন,কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,বার্ম সোসাইটির ইলিয়াস কা ন, মো.শাহেদ আলী প্রমুখ। সেমিনারে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরির গুরুত্বারুপসহ বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের আগামী ৯ জুন বিশ্ব আর্কাইভস দিবস পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: