রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জঃ
আজ ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ শনিবার কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে বিদেশগামী কর্মীদের প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল উক্ত ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধন করেন।
এ সময় কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মো: হারুন আল মামুন, চীফ ইনস্ট্রাক্টর আবু তাহের, সিনিয়র ইনস্ট্রাক্টর শাহীনূর ইসলাম, সহকারী পরিচালক (ডিএমও) আলী আকবর, স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ ও বিদেশগামীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তার বক্তব্যে যে কাজের জন্য বিদেশ যাচ্ছেন সে বিষয়ে প্রশিক্ষণ, বিদেশে নিজেকে মানিয়ে নেয়া, বিদেশ গমনের পর কাজে যোগ দেয়ার আগে করণীয়, বিদেশে কাজ করার ক্ষেত্রে কর্মজীবি হিসেবে সে দেশের বাংলাদেশ দূতাবাস ও শ্রম উইং থেকে প্রাপ্ত সুবিধা ও অধিকারসমূহ এবং বিমান বন্দরে চেক ইন ও ইমিগ্রেশন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
উল্লেখ্য, সৌদি আরব, কাতার বাহরাইন, ওমান, ইউএই, লেবানন, কুয়েতগামী ১০৬ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০২-২০১৭ইং/ অর্থ