muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান, আর ভারতের প্রয়োজন ৭ উইকেট

স্পোর্টস রিপোর্টঃ 

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান। আর ভারতের প্রয়োজন ৭ উইকেট। হাতে রয়েছে পুরো একটি দিন। ৯০টি ওভার। ভারত জয়ের জন্যই সোমবার মাঠে নামবে। জয়টা তারা তুলে নিতে চায় প্রথম দুই সেশনেই। দিনশেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে বাংলাদেশের বাকি সাতটি উইকেট দ্রুতই তুলে নিতে পারব। আশা করছি প্রথম দুই সেশনেই তাদের অলআউট করতে পারব। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে অনেক ভালো ব্যাট করেছে। আমাদের বোলারদের জন্য সেটা বেশ কঠিন ছিল। বোলারদের বেশ ভূগিয়েছে তারা। আমি আমাদের বোলারদের সমালোচনা করব না। আশা করছি আগামীকাল কয়েক সেশনেই বাকি ৭টি উইকেট তারা নিয়ে নিতে পারবে।’

পিচের বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি বল টার্ন নিতে শুরু করেছে। উইকেট কিছুটা মন্থর। কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে। আগামীকাল এই পিচে স্পিনাররা আরো বেশি সুবিধা পাবে। আমরা প্রত্যাশা করেছিলাম তৃতীয় দিন থেকেই বল টার্ন করতে শুরু করবে। কিন্তু চতুর্থ দিনের শেষদিকে বল টার্ন করতে শুরু করেছে। আমি বোলারদের কৃতিত্ব দিব। উইকেটের দুই পাশ থেকেই বল করাটা সহজ নয়। সেজন্য আপনাকে অনেক ধৈর্য্যশীল হতে হবে। বাংলাদেশের সব উইকেট নিতে বোলারদেরও কঠোর পরিশ্রম করতে হবে।’

Tags: