muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিশ্বব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশকে মামলা করার দাবি

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম:

পদ্মাসেতু নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলার দায়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশকে মামলা করার দাবি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ থেকে অভিনন্দন বার্তা দেওয়ারও দাবি জানান।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন এই অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলন। আজ তার সেই অবস্থানই সঠিক প্রমাণ হয়েছে। এজন্য এই সংসদ থেকে তাকে একটা অভিনন্দন বার্তা দিতে হবে।

তিনি বলেন, কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রীয়ভাবেই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে অভিযোগ আনা হোক যে- বিশ্বব্যাংক এই রাষ্ট্রকে অপমান করতে চেয়েছে। যে রাষ্ট্রকে বিশ্বব্যাংক অপমান করতে চেয়েছিল, সেই রাষ্ট্রকেই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে হবে।

এর আগে, জাসদ সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে বাদী হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, বিশ্বব্যাংক খুবই অশোভণ আচারণ করেছে। বিশ্বের অষ্টম বৃহৎ জাতি হিসেবে এই আচারণ আমরা মানবো না। বিশ্বব্যাংকের বিরুদ্ধে এই সংসদে একটি প্রস্তাব নিতে হবে।

তিনি বলেন, কয়েকদিন পর বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন হবে। সেই সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা উচিত। বিশ্বব্যাংক আমাদের যেভাবে অপমান করেছে সেজন্য আমি ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসন বাদী হয়ে মামলা করতে রাজি আছি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: