muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বসন্তের প্রথম দিনে সংসদেও বইলো বসন্তের হাওয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে সংসদেও বইলো বসন্তের হাওয়া। বসন্ত উৎসবের চেতনা ধারণ করে সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে অধিবেশনে যোগ দিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করতে দেখা যায়। সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। এসময় তার পরনেও দেখা যায় বাসন্তী রঙের পাড়’র শাড়ি। এরপর রাত ৮টার পর যখন ডেপুটি স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা করেন তার পরনেও দেখা যায় হলুদ রঙের পাঞ্জাবি কোট।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান, হুইপ ইকবালুর রহিম, পঙ্কজ দেবনাথ, মনিরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাহিদ আহসান রাসেল, ফাহমী গোলন্দাজ বাবেলকেও দেখা যায় বাসন্তী রঙের পাঞ্জাবি পরে অধিবেশনে বসে আছেন।

নারী সংসদ সদস্যদের বাসন্তী রঙের শাড়ি পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসী। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরনেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি। বাসন্তী রঙের শাড়ি পরেছিলেন জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীরও।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার শুরুতেই নাসিমা ফেরদৌসী সংসদে উপস্থিত সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফুল ফুটুক আর নাই ফুটক আজ বসন্ত। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়া সংসদের অনেক কর্মকর্তাকেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবি, টি শার্ট পরে আসতে দেখা যায়।

Tags: