মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:
যদি সত্যি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয় এবং কেউ ক্ষতিগ্রস্ত বা লাভবান হন তাহলে গণিত পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (১৩ ফেব্রুংয়ারি) সন্ধ্যার পর তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস এড়াতে নানা রকমের পদক্ষেপ নিয়েছি। তদন্ত চলছে, যদি প্রমাণ হয় তাহলে গণিত পরীক্ষা বাতিল করে দেবো। পরীক্ষার কমপক্ষে দু’ঘণ্টা আগে প্রশ্ন পাঠাতে হয়। এরপরও যদি কোনো শিক্ষক এ কাজ করেন, তখন কিছু করার থাকে না।
পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে বলেও দাবি করেন মন্ত্রী।
এসএসসিতে ১২ ফেব্রুয়ারি (রোববার) গণিত পরীক্ষার ৩০ মিনিট আগে প্রশ্ন পাওয়া যায়। এর আগে সামাজিক বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।