মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
এক দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী আসছেন। সরকারি এক তথ্য বিবরণী সূত্রে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি এদিন রাজশাহী সেনানিবাস শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাইন্ডে বিআইআরসি’র ২য় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী সেনানিবাস ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এদিন রাজশাহী আসবেন। রাষ্ট্রপতি বিকেলে ঢাকায় ফিরে গেলেও ভূমিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফরে রাজশাহীতেই থাকবেন।
সফরসূচি অনুযায়ী ভূমিমন্ত্রী বিকেলে তিনি ঈশ্বরদীর উদ্দেশে রাজশাহী সেনানিবাস ত্যাগ করবেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভূমিমন্ত্রী ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। পরে তিনি নাটোর রাজাপুর যাবেন এবং বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিমন্ত্রী রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশ উপস্থিত থাকবেন। বিকেলে তিনি ঈশ্বরদীতে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) শামসুর রহমান ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই সংক্রান্ত সভায় উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৃহস্পতিবার( ১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী থেকে তার নির্বাচনী এলাকা বাঘায় যাবেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিনি রাজশাহীতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী মাদ্রাসা মাঠে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে যোগদান করবেন।
পরে ওই দিন বিকেলেই তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।