শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তারা। বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত তাদের এক সপ্তাহের অন্তর্বতী জামিন দেয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামিনের কাগজ-পত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করে সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে আটক করে দুদক। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এ মামলায় আসামি মোট ১৩ জন। ওইদিন তায়েহীদ ও সিদ্দিকুরের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনও গ্রেপ্তার হন। তার জামিন আবেদন নাকচ হওয়ায় তিনি ছাড়া পাননি।
বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তার তিন আসামির জামিনের জন্য আবেদন করা হয়।
বিচারক এ কে এম এনামুল হক আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তায়েহীদ জামাল ও সিদ্দিকুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
মোফাজ্জল হোসেনের জামিন নাকচ হওয়ায় তিনি কাশিমপুর কারাগারেই রয়েছেন।