আশরাফ আলী, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ শহরের কালিবাড়ি রোডস্থ মডেল থানার সামনে রঞ্জন মেডিকেল হলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরের দল দেশী-বিদেশী কোম্পানীর প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার ঔষধ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। আজ ১৯ ফেব্রুয়ারী রবিবার এ ঘটনা ঘটে।
দোকানের মালিক শিশির রায় জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছনের দরজা ভাঙ্গা। তাড়াতাড়ি দোকানে ঢুকে দেখেন কিছু ঔষধ ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নামী দামী অনেক কোম্পানীর ঔষধ ও ক্যাশে রাখা টাকা নেই।
ঘটনার সংবাদ শুনে দোকানের পাশে থাকা প্রতিবেশী ব্যাবসায়ী ছুটে আসেন। ঘটনাটি কিশোরগঞ্জ মডেল থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শহরের প্রাণকেন্দ্রে দরজা ভেঙ্গে ঔষধ পত্র নিয়ে যাওয়ার এ ধরনের চুরির ঘটনায় প্রতিবেশী ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০২-২০১৭ইং/ অর্থ