muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“২১‌শে‌ ফেব্রুয়ারি” : ***রহমান মাসুদ***

সাহিত্য ও সংস্কৃতিঃ 
“২১‌শে‌  ফেব্রুয়ারি”
  ***রহমান মাসুদ***
২১‌শে‌  ফেব্রুয়ারি
মাতৃভাষা হর‌নের প্র‌তিবাদকারী।
বু‌লে‌টে দি‌য়ে‌ছে বাঙা‌লিরা প্রাণ
রক্ষা ক‌রে‌ছে মাতৃভাষার মান।
২১‌শে‌  ফেব্রুয়ারি
৫২ সা‌লে রু‌খে‌ছে স্বৈরাচারী।
সালাম-বরকত-র‌ফিক-জব্বার
তা‌দের রক্তেই মাতৃভাষা উদ্ধার।
২১‌শে‌  ফেব্রুয়ারি
পরাধীনতার শৃঙ্খল মু‌ক্তকারী।
বাঙা‌লির হৃদ‌য়ের মু‌ক্তির আকুলতা
সে সংগ্রা‌মেই মি‌লে‌ছে স্বা‌ধীনতা।
২১‌শে‌  ফেব্রুয়ারি
বিশ্ব ভাষা দিব‌সের কান্ডারী।
সারা বি‌শ্বে মি‌লে‌ছে মর্যদা
ভাষা সৈ‌নিক‌দের ত্যা‌গের প‌রিপূর্নতা।
২১‌শে‌  ফেব্রুয়ারি
ভাষার সম্মান রক্ষাকারী।
শহীদ মিনা‌রেই তা সীমাবদ্ধ নয়
তব অন্ত‌রে যেন ভাষার প্রেম হয়।
২১‌শে‌  ফেব্রুয়ারি
বাঙা‌লির মা‌ঝে ভ্রাতৃত্ব সৃ‌ষ্টিকারী।
দে‌শের উন্নয়‌নে হাতে রা‌খো হাত
সকল অপশ‌ক্তি‌কে ক‌রে করাঘাত।
২১‌শে‌  ফেব্রুয়ারি
আজ আমরা প্র‌তিজ্ঞাকারী।
মাতৃভাষা‌কে ভাল‌বে‌সে যাব
বিশ্ব দরবা‌রে শী‌র্ষে স্হান নেব।।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: