muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে অমর একুশের ৭দিন ব্যাপি বই মেলা শুরু

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে অমর একুশের ৭দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই বই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন ৩২০ সংরক্ষিত মহিলা আসন কিশোরগঞ্জের সংসদ সদস্য দিলারা বেগম। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।

কবি বাঁধন রায় ও জান্নাতুন নাঈম ইতি’র উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান শাহাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পিপি শাহ আজিজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মুক্তিযোদ্ধা কমা-ার মোঃ আসাদ উল্লাহ, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন, নন্দনতাত্ত্বিক অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান, সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমান, দৈনিক শতাব্দীর কন্ঠ’র সম্পাদক আহমেদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুধীজন ও মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: