আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ১৬ জন ভাষা সৈনিককে সম্মাননা দিয়েছে প্রশাসন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপী বই মেলার উদ্বোধনীদিনের আলোচনাসভায় এ সম্মাননা দেয়া হয়।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান,সাধারণ সম্পাদক এম এ আফজল,পিপি শাহ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরফদারন মো.আক্তার জামীল প্রমুখ।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রয়াত আশরাফউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য প্রয়াত এ.কে.এম. শামসুল হক , প্রয়াত আবু তাহের খান পাঠান, প্রয়াত মো. মহিউদ্দিন গোলাম মাওলা, প্রয়াত কাজী ঈশা, গোলাপ মিয়া, প্রয়াত কাজী আব্দুল বারী, প্রয়াত বদরউদ্দিন হোসাইন, প্রয়াত কমরউদ্দিন হোসাইন, প্রয়াত মহিউদ্দিন আহাম্মদ, প্রয়াত মিছিরউদ্দীন আহমেদ, প্রয়াত আমিনুল হক, প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন, ডা. মাজহারুল হক ও মুহা. আবু সিদ্দীক। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও তাদের স্বজনরা,বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যপী বইমেলার উদ্বোধন করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০২-২০১৭ইং/ অর্থ