মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অমর একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিনটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন,সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংকৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেন ।
উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনির্মিত,কালো পতাকা উত্তোলন,প্রভাতফেরী, চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন ।
প্রভাতফেরীতে উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারী ও বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ রাজনৈতিক অংগ সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্থরের জনতা অংশগ্রহন করেন।
কুলিয়ারচর বাজার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রঙ্গনে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে অমর শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ দিনটি পালন উপলক্ষে উপজেলার ন্যায় ফরিদপুর,রামদী ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ , লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,
গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ,গোবরিয়া আব্দুল্লাপুর অগ্রদূত যুব সংঘ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালন করেন।
এ দিনটি পালন করতে কচি কচি শিশুরাও অংশগ্রহণ করতে ভুলে যায়নি। অপর দিকে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেসকারী সেবা মূলক সংগঠন লাল সবুজ একাডেমী কর্তৃক ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলার আয়োজন করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০২-২০১৭ইং/ অর্থ