muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

হজযাত্রাকে আরো আধুনিক ও উন্নত করেছে সরকার

শেখ-হাসিনা-সংসদ
মুক্তিযোদ্ধার কন্ঠঃ হজযাত্রীদের প্রতি পবিত্র জায়গায় দেশের জন্য দোয়া করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক ও উন্নত করেছে সরকার। একই সঙ্গে হজযাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে এবং নিরাপদে হজ পালনে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় হজক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হজযাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আমার জন্যও দোয়া করবেন যাতে দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে পারি। নিজের হজ যাত্রার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, অতীতে অনেক কষ্ট করে হজ করতে যেতে হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর হজ যাত্রীদের অসুবিধা দূর করতে সচেষ্ট রয়েছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি মুসলমান। তার শাসনামলে জাহাজে করে হজযাত্রা ছিল সহজ। বঙ্গবন্ধু হাজীদের সুবিধার জন্য হিযবুল বাহার নামে জাহাজ ক্রয় করেছিলেন। সেই ধারাবাহিকতায় আওয়ামী সরকারও সবসময় হাজীদের সুবিধার বৃদ্ধির লক্ষে কাজ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

১৩/০৮/২০১৫/নিঝুম

Tags: