muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়াচরে অমর একুশে বই মেলা

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ  

আমি বাংলায় কথা কই, বাংলায় ভাসি,বাংলায় হাসি,বাংলায় জেগে রই…….। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের দিন অমর একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন দিন ব্যাপি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি সোমাবার উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী সেবা মূলক সংগঠন লাল সবুজ একাডেমি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ অমর একুশে বই মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, এ.এইচ.এম নজরুল ইসলাম আলম। এ সময় ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মিছবাহুল ইসলাম জরু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরু মিয়া সরকার ,ছয়সূতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদল,লল সবুজ একাডেমির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল নাঈম ,সাধারণ সাম্পদক মোঃ রাজিব , অমর একুশে বই মেলা – ২০১৭ এর আহব্বায়ক মোঃ হেদায়েতুল ইসলাম হৃদয়, সদস্য সচিব মোঃ জুম্মান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী বই মেলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ছয়সূতি, অবকাশ এ্যাসোসিয়েশন, অর্বাচীন,বন্ধন-১১, সার্কেল-১৪, অগ্নিবীণা এ্যাসোসিয়েশন, প্রগতি এ্যাসোসিয়েশন, জাগ্রত ছাত্র সংসদ , আলোকিত বাংলা ও কোহলিকা এ্যাসোসিয়েশন অংশগ্রহন করে। বই মেলায় দেশের স্বনাম ধন্য লেখকদের লেখা বই সহ বিভিন্ন লেখকের বই বিক্রি হচ্ছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ২১-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: