muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

রায়পুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াচ্ছে বাতিঘর স্কুল

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

সাধারণত গ্রামের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত তবে শহরের অধিকাংশ শিক্ষার্থীদের কারও বয়স ৫, কারও ৮, আবার কারওবা ১২ বছরের বেশি। সবাই একসঙ্গে বসে সুশৃঙ্খলভাবে পড়ালেখা শিখছে। এমন দৃশ্যেরই দেখা মিলল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাতিঘর স্কুলে।

রায়পুর পৌরশহরের ১নং ওয়ার্ডে এ স্কুলের অবস্থান। স্কুল বলতে আধাপাকা টিনের ছাউনি। চারি পাশে বাতি ঘেরা দেওয়াল। কেন্দ্রে প্রায় ৬৫ শিক্ষার্থী বসে আরবি পড়ছেন। ১ জন আরবি শিক্ষক শিশুদের শিক্ষাদান করে আসছেন।

রায়পুর ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ওয়াহিদুর রহমান মুরাদ ‘মুক্তিযোদ্ধার কন্ঠ’কে জানান, স্কুলটি রায়পুর ফ্রেন্ডস ফোরামের নিজস্ব অর্থায়নে চলছে। এই স্কুল নিয়ে অনেক পরিকল্পনা আছে। বাতি ঘর স্কুলের সহ সভাপতি রায়পুর উপজেলা সহকারী ভূমি কমিশনার উম্মে হানী জানান , আমরা বর্তমানে আরবী শিক্ষা দিয়ে আসছি। তবে খুব শির্ঘই বয়স্ক শিক্ষার ব্যবস্থা করব। এই নিয়ে আলোচনা চলছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: