মিজবাহ উদ্দিন আহমদ (নিঝুম):
আজ ২৩শে ফেব্রুয়ারি বেলা ১০ ঘটিকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী নান্দাইল উপজেলার জামতলায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে বহুল পরিচিত এম কে সুপার বাস একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে যায়।
সাথে সাথে স্থানীয় একজন অপরিচিত ব্যক্তি সরাসরি ফোন দিয়ে বিষয়টি অবগত করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আকতার জামিল কে। বিষয়টি জানার পর জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের অনুমতি সাপেক্ষে ফায়ার সার্ভিস কে সাথে নিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান এডিসি জেনারেল।
ঘটনাস্থলে পৌছে পুকুরে পড়ে থাকা বাস থেকে ১৯ জন যাত্রীকে উদ্ধার করা হয় এবং সাথে সাথেই তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরবর্তীতে তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুত্বর থাকলেও এখন তারা আশঙ্কামুক্ত।
উদ্ধারকার্য চলাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার।
পরবর্তীতে বাসটিকে পুকুর থেকে ক্রেন দিয়ে তুলে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষনা করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আকতার জামিল।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০২-২০১৭ইং/ অর্থ