তাসনিম তাজিন, (বইমেলা থেকে) কিশোরগঞ্জঃ
প্রতি বছরের ন্যায় এবছরও মহান ভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে ৭ দিন ব্যাপী কিশোরগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ বইমেলা। আজ ছিল বইমেলার ৩য় দিন। বইমেলায় “হিমু পরিবহণ,কিশোরগঞ্জ” এর স্টল টি সৌন্দর্য ও সৃজনশীলতায় অভিন্ন।
আজ হিমু পরিবহণ, কিশোরগঞ্জ এর অন্যতম একটি অর্জন কিশোরগঞ্জ এর মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আকতার জামিল এর সাথে কিছু সময় কাটাতে পারা। হিমু পরিবহণ,কিশোরগঞ্জ এর স্টল এর প্রতি আগ্রহী হয়ে হিমু-রূপাদের সাথে হুমায়ুন আহমেদ ও তাঁর সাহিত্য নিয়ে আলাপাচারিতার মধ্য দিয়ে কিছু সময় কাটান তিনি।
হিমু পরিবহণ,কিশোরগঞ্জ এর তরুণ সংগঠক দের সাহিত্য চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি হিমু পরিবহণ এর সাহিত্য ও ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম এর ভূয়সী প্রশংসাও করেন তিনি। পরিশেষে হিমু পরিবহণ,কিশোরগঞ্জ এর কাছ থেকে উপহার স্বরূপ তিনি বই গ্রহণ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০২-২০১৭ইং/ অর্থ