ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা ভঙ্গ করায় দুই চেয়ারম্যান প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সোহানা নাসরিন বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা আচরণ বিধি ভঙ্গ করে প্রচারণার জন্য নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মবিনের একটি ক্যাম্পে উচ্চস্বরে মাইক ব্যবহার ও বেশী পরিমাণে নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় ৬ হাজার টাকা এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল ইসলাম নূরু’র একটি নির্বাচনী প্রচার ক্যাম্পে টেলিভিশন ব্যবহার করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ১৯১৭ এর ৩২ বিধিতে অভিযোগ প্রমাণ হওয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রার্থীদেরকে সতর্কমূলক নির্দেশনা দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০২-২০১৭ইং/ অর্থ