আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
১৯৪১ সনে নির্মিত অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে কটিয়াদী সদরে উপস্থিত কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। কিশোরগঞ্জ জেলার মধ্যে গুনে ও মানে অতুলনীয় এ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ৪০ জন শিক্ষক এবং ২১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ২০১৭ সনে কটিয়াদী উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
এর পিছনে বিশেষ অবদান রয়েছে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের। প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের রয়েছে বিশেষ দক্ষতা, প্রশাসনিক চালানোর অভিঞ্জতা। শ্রেনী শিক্ষকদের সঠিক সময়ে পাঠদান প্রদ্ধুতি সঠিক ভাবে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। স্কাুউট, খেলাধুলা এবং ফলাফলের দিক দিয়েও সফলতা এসেছে এই প্রতিষ্ঠানটির
কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের সাথে একান্ত স্বাক্ষাতকারে তিনি ‘মুক্তিযোদ্ধার কণ্ঠ’কে বলেন, ঢাকা বোর্ডের মধ্যে আগামী দিন গুলোতে উল্লেখযোগ্য স্থানে থাকবে এবং বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি অর্জনের জন্য আমি যথাযথ চেষ্টা করে যাবো এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান