আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের গ্রন্থমেলায় প্রতিদিনই ভোরের আলো েসাহিত্য আসরের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হচ্ছে।
গত শুক্রবার সকালে সাহিত্য আসরের ৪০৬ তম সাহিত্যসভাটিও গ্রন্থমেলায় অনুষ্ঠিত হয়েছে। এর পরে থেকেই প্রতিদিনই রাতে অনুষ্ঠিত হচ্ছে সাহিত্য আড্ডা ও গানের আসর। এত আসরের নিয়মিত শিল্পীগণ গান পরিবেশনা করছেন। উদ্বোধনী দিনে বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো.নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান আলোচক ছিলেন আসরের প্রতিষ্ঠাতা ও সংগঠক মো.রেজাউল হাবীব রেজা। বিশেষ আলোচক ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান, আলমগীর নগর বাস্তবায়ন কমিটির আহবায়ক শফিকুল আলম ও আসরের সাংস্কৃতিক সম্পাদক বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল,শিল্পী আমানুর রহমান।
বক্তব্য রাখেন আসরের উপদেষ্টামন্ডলীর সভাপতি আবুল বাহার, সহসভাপতি কবি ও ব্যাংকার মো: মোতাহের হোসেন, প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, শিল্পি মাহফুজ আহমেদ, ডা. মো.মোবারক হোসেন খান, শিল্পী ও সাংবাদিক আজাদ হোসেন বাহাদুল, কবি শফিকুর রহমান ইকবাল,সাংবাদিক ও শিল্পী শফিক কবীর, সাংবাদিক মো. ফারুকুজ্জামান, শিল্পি নিরব রিপন, মো: জহিরুল হাসান রুবেল, প্রভাষক ও শিল্পী মোবারক হোসেন খান, শিল্পী তৌফিক খান প্রমুখ।
মেলায় আসা দর্শনার্থীরা আসরের সাহিত্য আড্ডা ও গানে মনোমুগ্ধকর হচ্ছেন। সেই সাথে আসরের একমাত্র আকুপ্রেসার যন্ত্রাদি দিয়ে স্থাস্থ্য সেবাও প্রদান করছেন বলে আকুপ্রেসার কর্মীরা জানান। সাহিত্য আসরটি পরিচালনায় ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান